সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
পাকিস্তানকে ১০৭ রানে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু করেছিল মিতালি রাজরা। তবে দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মুখ থুবড়ে পড়েছিল ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজকে ১৫৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফের জয়ে ফিরল ভারত। এ দিনে এক উইকেট নিয়েই নারী বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক উইকেট সংগ্রাহকের তালিকায় এক নম্বরে চলে গেলেন পশ্চিমবঙ্গের নদিয়ার মেয়ে ঝুলন।
গতকাল শনিবার হ্যামিলটনের সিডন পার্কে ভারতের হয়ে ব্যাট হাতে ঝড় তুলেছেন স্মৃতি মান্ধানা ও হারমানপ্রীত কউর। তাদের জোড়া সেঞ্চুরিতে ভারত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান তুলে। মান্ধানা ওপেন করতে নেমে ১১৯ বলে ১২৩ রানের ইনিংস খেলেন। ১৩টি চার ও ২টি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। পাঁচে ব্যাট করতে নেমে হারমানপ্রীত করলেন ১০৭ বলে ১০৯। ১০টি চার ও ২টি ছয় মারেন তিনি। একসময় ৭৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল ভারত। সেখান থেকে মান্ধানা-হারমানপ্রীত জুটি বদলে দেয় ম্যাচের গতিপ্রকৃতি। চতুর্থ উইকেট জুটিতে ১৮৪ রান যোগ করেন তারা। তাদের সৌজন্যেই ৩০০ রানের গন্ডি পার করতে পারে ভারত। খবর ডেইলি বাংলাদেশ’র
৩১৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুটা ভালই করেছিল। দুই ওপেনার ডটিন ও হেলি ম্যাথিউজের ব্যাটে ভর করে ক্যারিবিয়ানরা ১২ ওভারেই ১০০ রান তোলে ফেলে। এরপর স্নেহ রানার বলে মেঘনা সিংয়ের হাতে ক্যাচ তুলে ফিরে যান ডটিন। ৪৬ বলে ৬২ রান করেন তিনি। এরপর ভারতীয় বোলারদের দাপটে কোনো ক্যারিবিয়ান ব্যাটারই আর ক্রিজে দাঁড়াতে পারেননি।
নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ক্যারিবীয়রা। ৪১ ওভারের মধ্যেই ১৬২ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ভারত জয় পায় ১৫৫ রানে। ভারতের পক্ষে স্নেহ রানা তিন উইকেট শিকার করেছেন। মেঘনা পেয়েছেন দুটি উইকেট। এছাড়া ঝুলন গোস্বামী, রাজেশ্বরী গায়কোয়াড ও পূজা বস্ত্রকার পেয়েছেন একটি করে উইকেট।
এক উইকেট নিয়েই নারী বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক উইকেট সংগ্রাহকের তালিকায় এক নম্বরে চলে গেলেন পশ্চিমবঙ্গের নদিয়ার মেয়ে ঝুলন। তার ঝুলিতে এখন ৪০টি উইকেট। ৩৯ বছর বয়সী এই পেসার টপকে গেলেন ৩৯ উইকেট নেওয়া অস্ট্রেলিয়ার লিন ফুলস্টনকে।