সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে জর্ডান। মাঠের লড়াইয়েও ব্যবধানটা ধরা দিলো স্পষ্ট। রবিবার নিজেদের শক্তি দেখিয়ে জিতেছে মধ্যপ্রাচ্যের দেশটি। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সাবিনা-কৃষ্ণাদের ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে জর্ডান। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের বুনিয়দকর স্টেডিয়ামে ‘জি’গ্রুপে প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। পুরো ম্যাচে একপেশে ভঙ্গিতে আধিপত্য বিস্তার করে খেলেছে জর্ডান। যার ফলশ্রুতিতে গোল ব্যবধানও বাড়িয়ে নিয়েছে বিরতির পর। এই অর্ধে হয়েছে আরও তিনটি গোল। হ্যাটট্রিক করেছেন জর্ডান অধিনায়ক মাইশা জিয়াদ জেবারাহ। ৬২, ৬৭ ও ৭৭ মিনিটে মাইশা হ্যাটট্রিক পূরণ করলে বড় ব্যবধানে হার নিশ্চিত হয় বাংলাদেশের।
বাংলাদেশ গ্রুপে শেষ ম্যাচ খেলবে ২২ সেপ্টেম্বর ইরানের বিপক্ষে।