নিজস্ব প্রতিবেদক »
নিম্নচাপের সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে। গত কয়েকদিন আগে সৃষ্ট হওয়া লঘুচাপটি গতকাল সকালে নিম্নচাপে পরিণত হয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘণীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে বলে দেশের সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের এক নম্বর বিশেষ বুলেটিনের তথ্যমতে, নিম্নচাপের ৪৪ কিলোমিটার কেন্দ্রে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৪৪ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপেপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালা তৈরি হয়েছে এবং এর প্রভাবে সাগরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বইছে। নিম্নচাপ ও বায়ুচাপের পার্থক্যের কারণে দেশের উপকূলীয় এলাকাগুলোতে স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার ফুট উচ্চতার অধিক জলোচ্ছ্বাস হতে পারে।
নিম্নচাপের প্রভাবে গতকাল বিকেলে বিভিন্ন এলাকায় এক পশলা বৃষ্টিও ঝড়েছে।