নিজস্ব প্রতিনিধি, কাউখালী (রাঙামাটি) :
অনূর্র্ধ্ব-১৭ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে কাউখালী উপজেলা মেয়েরা। গত রোববার বিকালে রাঙামাটির চিংলা মং ¤্রারী স্ট্যাডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস রাঙামাটির আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল খেলায় জুরাইছড়ি উপজেলাকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। খেলায় মানুচিং মারমা ও ইমেয়াচিং মারমা একটি করে গোল করেন। দলটির কোচ ও সুইহলামং মারমা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সুইহলামং মারমা। তিনি আরও জানান, কাউখালীর মেয়ে মানুচিং মারমা টুর্নামেন্টেরে সেরা খেলোয়ার, থুয়েনু মারমা টুর্নামেন্টের সেরা গোল দাতা নির্বাচিত হন। রাঙামাটি আসনের সাংসদ দীপংকর তালুকদার, জেলা প্রশাসক মো. মিনাজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মো. মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাজুত জোহরা উপমা সহ ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরষ্কার তুলে দেন।