বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে গতকাল বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠন নানা কর্মসূচি পালন করে। সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির আলোকবর্তিকা।
মেয়র
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম বলেছেন, বাঙালির জাতীয় জীবনে আগস্টের ভয়াবহতা, নৃশংসতা ও শোকের কোন শব্দ ভাষায় প্রকাশ করা অসম্ভব। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রূপকার জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান শুধু অবিসংবাদিত নেতাই ছিলেন না, ছিলেন বীরত্ব, ত্যাগ, দৃঢ়প্রত্যয়, নেতৃত্বগুণ একজন রাজনৈতিক, তিনি বাঙালি জাতির জীবনে এসেছিলেন আলোক বর্তিকা হয়ে।
গতকাল সোমবার সকালে নগরীর নন্দনকানন থিয়েটার ইনস্টিটিউট হলে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, মো. গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, মোহাম্মদ জাবেদ, সলিমুল্লাহ বাচ্চু, হাসান মুরাদ বিপ্লব, গাজী মো. শফিউল আজম, মো. সাহেদ ইকবাল বাবু, আবুল হাসনাত মো. বেলাল, মোহাম্মদ ইসমাইল, মো. ইলিয়াছ, মো. নুরুল আমিন, পুলক খাস্তগীর, নুর মোস্তফা টিনু, সংরক্ষিত কাউন্সিলর জোবাইলা নার্গিস খান, জেসমিন পারভীন জেসি, আঞ্জুমান আরা, শাহীন আকতার রোজী, হুরে আরা বেগম, তসলিমা বেগম (নুরজাহান), জাহেদা বেগম, রুমকী সেনগুপ্ত সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মর্কা মুহাম্মদ আবুল হাশেম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী, অতিরিক্ত প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, চসিক সিবিএ সভাপতি ফরিদ আহমদ ও সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান প্রমুখ।
জেলা প্রশাসন
যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস” উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে দিনটি পালন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন ।
সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে শোক র্যালি শুরু হয়ে দামপাড়া মোড় ঘুরে আবার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, চট্টগ্রাম ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল ডিফেন্স, বীর মুক্তিযোদ্ধা মহানগর ইউনিট কমান্ড, বীর মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডসহ সরকারি সকল দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিও প্রতিষ্ঠানসহ রাজনীতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
একাডেমি প্রাঙ্গণে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এছাড়াও জেলা শিশু একাডেমিতে পবিত্র কোরআন খতম, মিলাদ মাহফিল, বঙ্গবন্ধু বিষয়ক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন ও বিক্রয় উৎসব এবং সন্ধ্যায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর নির্মিত নাটক প্রদর্শিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, ডিআইজি মো. আনোয়ার হোসেন, পুলিশ সুপার এস এম রশিদুল হক, চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড এর কমান্ডার মোজাফ্ফর আহম্মদ, চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড এর কমান্ডার একে এম সরওয়ার কামাল এসময় বক্তৃতা রাখেন।
এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর আলোকচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। পরে কৃতী প্রতিযোগীর মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
রিহ্যাব, চট্টগ্রাম
জাতীয় শোক দিবসে রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের পক্ষ থেকে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
অনুষ্ঠানে নেতৃত্ব দেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আদুল কৈয়ূম চৌধুরী। উপস্থিত ছিলেন রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান (১) আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ দিদারুল হক চৌধুরী, পরিচালক ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো- চেয়ারম্যান (২) মাহবুব সোবহান জালাল তানভীর, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য এ এসএম আবদুল গাফফার মিয়াজী, মিজানুর রহমান, সদস্য রেজাউল করিম,আশিষ রায় চৌধুরী।
সাউদার্ন ইউনিভার্সিটি
নানা আয়োজনে সাউদার্ন ইউনিভার্সিটিতে পালিত হলো বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস।
শোক দিবসে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পাতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাজ ধারণ, মহান স্বাধীনতা যুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন, খতমে কোরান, মিলাদ, দোয়া মাহফিলসহ বিশেষ আলোচনা সভা।
বিশ^বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরের হল রুমে উপ-উপাচার্য অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক। আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল মনসুর চৌধুরী, কলা, সমাজবিজ্ঞান এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. শরীফুজ্জামান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. শওকতুল মেহের, বিভিন্ন বিভাগের উপদেষ্টা, বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তাসহ শিক্ষার্থীরা।
সিআইইউ
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) জাতীয় শোক দিবসের সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।
নগরের জামাল খান ক্যাম্পাসে অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসারের সভাপতিত্বে ও রেজিস্ট্রার আনজুমান বানু লিমার পরিচালনায় সভায় বক্তব্য দেন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, অধ্যাপক ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ, ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম, অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, সহযোগী অধ্যাপক ড. শাহ আহমেদ, সহকারি ডিন মোহাম্মদ বেলায়েত হোসেন, এসএসই অনুষদের সহযোগী অধ্যাপক ড. আসিফ ইকবাল, স্ল্যাস অনুষদের প্রভাষক রাশেদা ফেরদৌস, সিআইইউর পরীক্ষা নিয়ন্ত্রক সরকার কামরুল মামুন, প্রশাসন শাখার পরিচালক কুমার দোয়েল দে প্রমুখ।
চট্টগ্রাম প্রেস ক্লাব
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাব এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র যৌথ উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়।
সকাল সাড়ে এগারটায় ক্লাবের এস রহমান হলে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আনিস শাহ জামে মসজিদের খতিব হযরত মাওলানা জামালউদ্দিন।
স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।
চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি শহীদ উল আলম।
এ সময় প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সহ সভাপতি স ম ইব্রাহীম, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সিইউজে’র সিনিয়র সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, সহসভাপতি অনিন্দ্য টিটো, যুগ্ম সম্পাদক আবদুস সবুর শুভ, প্রেসক্লাবের অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার সম্পাদক আলীউর রহমান প্রমুখ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউএসটিসি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে গতকাল সকালে আলোচনা সভা ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি)’র উদ্যোগে ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
প্রধান আলোচক ছিলেন ইউএসটিসি’র উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য রাখেন ইউএসটিসি’র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) দিলীপ কুমার বড়–য়া। আরো উপস্থিত ছিলেন ইউএসটিসি’র উপ-উপাচার্য, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত),প্রক্টর, ডিনবৃন্দ ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, অফিস কর্মকর্তা কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ।
ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উদযাপন উপলক্ষে ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের মির্জা মেহদী ইস্পাহানি ভবন মিলনায়তনে গতকাল আলোচনা সভা, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী(অবঃ)।
কোরআন তেলোয়াত করেন সহকারী শিক্ষক মো. জিল্লুর রহমান। স্বাগত বক্তব্য দেন সহকারী অধ্যাপক স্বাগতা শর্মা, মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী শিক্ষক আকতার কামাল। কলেজ অধ্যক্ষের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আহমেদ শাহীন আলরাজী, সিনিয়র শিক্ষক আবদুল হাকিম ও খায়রুজ্জামান চৌধুরী। সহকারী শিক্ষক হাফেজ আতাউল্লাহ বাহারীর মোনাজাত পরিচালনা করেন।
চিটাগাং সিনিয়রস’ ক্লাব
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ক্লাবের প্রেসিডেন্ট ডা. সেলিম আকতার চৌধুরীর সভাপতিত্বে দোয়া মাহ্ফিল ও আলোচনা সভায় বক্তৃতা রাখেন এম.আর. দে (এফসিএ), ডা. সরফরাজ খান চৌধুরী, মফিজুর রহমান, ওয়ালিউল আবেদীন শাকিল, ডা. ভাগ্যধন বড়–য়া, দেবাশিষ পালিত, ইজাজ ইউসুফি প্রমুখ।
দোয়া মাহ্ফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলাউদ্দিন, কমিটি মেম্বার মো. জাহিদুল ইসলাম (মিরাজ), ডা. মোহাম্মদ ইমাম হোসেন (রানা)।
মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন বেলায়েত হোসেন, আকতার আহম্মদ চৌধুরী, আবু বকর, মোহাম্মদ আব্বাস, আবু তাহের, অশেষ কুমার উকিল, গোপাল কৃষ্ণ লালা, আব্দুল কাইয়ুম চৌধুরী, অমর কৃষ্ণ ভট্টচার্য্য, সাইফুল আলম চৌধুরী, তিলক কুমার মল্লিক, অঞ্জন কান্তি বিশ্বাস, মোহাম্মদ আবুল বশর চৌধুরী, ডা. মোহাম্মদ লিয়াকত আলী খান, আবদুল মুকিত চৌধুরী, মোহাম্মদ শফিউল আলম, আহম্মদ নুর ফরহাদ, মোহাম্মদ আবছার মিয়া, এড. ফাহিম উদ্দিন চৌধুরী প্রমুখ।
ওয়াসা, চট্টগ্রাম
জাতির পিতার শাহাদতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম ওয়াসা বিভিন্ন কর্মসূচি পালন করে।
পরে উপ-ব্যবস্থাপনা পরিচালকের (প্রশাসন)র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ড. গিয়াসুদ্দীন তালুকদার।
জনসংযোগকর্মকর্তা কাজী নুরজাহান শীলার সঞ্চালনায় সভায় চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন/ অর্থ), সচিব, বাণিজ্যিক ব্যবস্থাপক, প্রধান প্রকৌশলী, প্রধান রাজস্ব কর্মকতা এবং সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি
বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইডিইউ স্থায়ী ক্যাম্পাসে নানা কর্মসূচি পালিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান। বিজ্ঞপ্তি