সংবাদদাতা, আনোয়ারা »
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের আনোয়ারা প্রান্তের অ্যাপ্রোচ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লেগে একটি মাইক্রোবাস উল্টে গেছে। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা ৭ জন আহত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় টানেলের আনোয়ারা প্রান্তের মোহাম্মদপুর অ্যাপ্রোচ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, নিরাপত্তাকর্মী গাজী মাহবুবুর রহমান রনি, মাইক্রোবাস চালক রুবেল, যাত্রী আলী মর্তুজা, রাশেদুল ইসলাম, ফারহানা, মুন্না ও কান্তি। তাদের বাড়ি নগরীর পাঁচলাইশ থানায়। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। রনিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল এবং বাকিদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন আহমেদ জানান, আনোয়ারা প্রান্ত থেকে টানেলমুখী একটি মাইক্রোবাস ওখানে নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি বক্সে ধাক্কা দিয়ে সড়ক বিভাজকের সঙ্গে লেগে উল্টে যায়। এ ঘটনায় ৭জন আহত হয়েছে।
এ বিষয়ে টানেল কর্তৃপক্ষের সহকারী ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম জানান, সকালে টানেলের চায়না রোড এলাকায় একটি মাইক্রোবাস দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।
এ মুহূর্তের সংবাদ