প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড. অনুপম সেন বলেন, যে স্বপ্ন সঠিক গন্তব্যে পৌঁছার পথ দেখায়, সেটিই হল বাস্তব স্বপ্ন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে সেই স্বপ্ন দেখিয়েছেন।
তিনি গতকাল বুধবার বিকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরও বলেন- ১৯৭১ সালে এ দিনে বিজয়ের আগ মুহূর্তে ঘটে যায় এক নির্মম হত্যাযজ্ঞ। জাতিকে মেধাশূন্য করতে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়। শহীদদের সন্তানরা আজও বয়ে চলেছেন সেই মর্মবেদনা। জাতি আজীবন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
অনুষ্ঠানের সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড. শিরিন আকতার বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাঙালি জাতিকে মেধা শূন্য করার লক্ষ্যে হানাদার বাহিনী ও তার দোসররা প্রখ্যাত শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী সাংবাদিকসহ শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষকে অর্থনৈতিক মুক্তি দিতে কাজ করছিলেন, এ সময় চক্রান্তকারী ঘাতকরা তাকে হত্যা করে দেশের উন্নয়ন ধারা পিছিয়ে দেয়। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন শোষণমুক্ত সমাজ ও উন্নত দেশ গঠনে নিরলস কাজ করে যাচ্ছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড. শিরিন আকতারের সভাপতিত্বে ও যুবলীগ নেতা ফরিদ মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপ উপচার্য বেণু কুমার দে, সাবেক ডিন প্রফেসর ড. সেকান্দর চৌধুরী, প্রক্টর রবিউল হোসেন ভুইয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. সজীব কুমার ঘোষ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও অ্যাডভোকেট আবুল হাশেম।
পরে শিশু কিশোরদের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ, বীর মুক্তিযোদ্ধা পান্টু লাল সাহা, চবি শিক্ষক ড. মো. মোরশেদুল আলম, চট্টগ্রাম মেট্রো পিবিআই এর এডিশনাল এসপি জুনায়েত কাউসার, বিএড কলেজের অধ্যাপক শামসুদ্দিন শিশির, চবি শিক্ষক মোহাম্মদ আলী, মিনু মিত্র প্রমুখ। বিজ্ঞপ্তি