চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, নতুন প্রজন্ম আবার স্বাধীনতার ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার ক্ষেত্র প্রস্তুত হয়েছে। ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা লালন করতে না পারলে আবার দেশ অন্ধকারে নিমজ্জিত হতে পারে।
গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএইচ এম জিয়াউদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিল এডহক কমিটির সদস্য অ্যাডভোকেট মুজিবুল হক, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, অ্যাডভোকেট আবু মোহাম্মদ হাশেম, এড. সৈয়দ আনোয়ার হোসেন, এড. আলী আশ্রাফ, অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট এস.এম অহিদ উল্লাহ, অ্যাডভোকেট মো. নজুরুল ইসলাম, অ্যাডভোকেট মো. মনজুরুল আলম চৌধুরী, এড. মাহমুদ-উল-আলম মারুফ, এড. ফাতেমা নার্গিস হেলেন, এড. জোহরা সুলতানা মুনিয়া, এড.আবু নাসের রায়হান প্রমুখ।
তিনি বলেন, জীবিত মুক্তিযোদ্ধাদের সম্মান করতে পারলে শুধু তারাই গৌরবান্বিত হবেন না, পুরো জাতিই গৌরবান্বিত হবে। তাদের অবদান সম্পর্কে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে ধারণা নিয়ে দেশ গড়ার কাজে মনোনিবেশ হবেন এই প্রত্যাশা রইল।
বারা কাউন্সিলের সাবেক সদস্য অ্যাডভোকেট হোসেন চৌধুরী বাবুল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি যে অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখেছিলেন। বিজয় দিবসের ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ষোল জন আইনজীবী মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত মুক্তিযোদ্ধাগণ হলেনব্যারিস্টার আমিনুল হক, অ্যাডভোকেট আনোয়ারুল কবির চৌধুরী, অ্যাডভোকেট আবু মোহাম্মদ হাসেম, অ্যাডভোকেট রানাদাশ গুপ্ত, এড. মির্জা কচির উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, অ্যাডভোকেট এইচ.এস.এম কামরুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট স্বপন কৃষ্ণ বিশ^াস, অ্যাডভোকেট আলী আশ্রাফ চৌধুরী, অ্যাড. মো. ফখরুদ্দিন চৌধরী, অ্যাড. সৈয়দ জহির হোসেন, অ্যাড. মো. মাফুজুর রহমান খান, অ্যাড. মো. মফিজুল হক ভূঁইয়া, অ্যাড. মো. আজিজ উদ্দিন (হায়দার), অ্যাড. মো. রফিকুল ইসলাম।
শেষে সংবর্ধিত মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। বিজ্ঞপ্তি