হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে ঘাসফুল এর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সংস্থার প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
ঘাসফুল সিইও আফতাবুর রহমান জাফরীর সভাপতিত্বে এবং উপ-পরিচালক (মানব সম্পদ ও প্রশাসন) মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংস্থার পরিচালক (অপারেশন) মোহাম্মদ ফরিদুর রহমান, উপ-পরিচালক (অর্থ ও হিসাব) মারুফুল করিম চৌধুরী, ব্যবস্থাপক (এডমিন) সৈয়দ মামুনূর রশীদ, প্রকল্প কোর্ডিনেটর (এসসিই) সিরাজুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক (মানবসম্পদ) জহির উদ্দিন, ইয়েস প্রকল্পের কর্মকর্তা জসিম উদ্দিন, এসসিই প্রোগ্রামের সুপারভাইজার ফরিদা ইয়াছমিন প্রমুখ। বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতুত্বে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক এক নতুন রাষ্ট্র বিশ্ব ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। বাংলাদেশ সৃষ্টির নায়ক স্বাধীন বাংলাদেশের স্বপক্ষে বিশ্ব জনমত সৃষ্টি এবং বিশেষভাবে তৎকালীন পূর্ব পাকিস্তানের সাড়ে সাত কোটি জনগণকে এক মঞ্চে এক দাবিতে দুর্বার আওয়াজ তুলে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার অন্যতম শ্রেষ্ঠ নায়ক জাতির পিতা বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু দল, মত সবার ঊর্ধ্বে। বঙ্গবন্ধুর প্রাপ্য সম্মান নিয়ে বিতর্ক কোনভাবেই কাম্য নয়।
আলোচনা অনুষ্ঠানের শেষ পর্যায়ে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ঘাসফুল এর হিসাব বিভাগের ব্যবস্থাপক মোস্তফা জামাল উদ্দিন। সংস্থার উদ্যোগে আগামী সপ্তাহে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাদ্য বিতরণ করা হবে। বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধুর প্রাপ্য সম্মান নিয়ে বিতর্ক কাম্য নয়
জাতীয় শোক দিবস উপলক্ষে ঘাসফুল’র সভায় বক্তারা