গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি »
ফটিকছড়িতে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু ও এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার উপজেলার পৃথক স্থানে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার সুন্দরপুর ইইউনিয়নের পশ্চিম সুন্দরপুর এলাকার হোসেন সারাং বাড়ির প্রবাসী মুহাম্মদ হাবীবের স্ত্রী সানজিদা নাছরিন লিমা (২৭), ভূজপুর থানাধীন সুয়াবিল ইউনিয়নের ইউসুফ আলী চৌধুরী বাড়ির চাঁন মিয়ার পুত্র আবুল কাসেম (৭৫), দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো চৌধুরীপাড়ার আবদুস সালামের পুত্র মো. সোহাগ (১৯)।
জানা গেছে, সোমবার সকালে সুন্দরপুর ইউনিয়নের পশ্চিম সুন্দরপুর এলাকা হতে সানজিদা নাছরিন লিমা (২৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন নিহতের পিতা শফিউল আলম বাবুল। নিহত সানজিদা নাছরিন লিমা ওই এলাকার হোসেন সারাং বাড়ির প্রবাসী মুহাম্মদ হাবীবের স্ত্রী। মরদেহ উদ্ধার করার কথা নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাসুদ ইবনে আনোয়ার। ওসি জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শয়ন কক্ষ থেকে সানজিদা নাছরিন লিমা নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ নিয়ে তদন্ত চলমান রয়েছে। অন্যদিকে নিহত লিমার পিতা শফিউল আলম বাবুল দাবি করেন, ‘এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিতভাবে শ্বশুরবাড়ির লোকজন মেয়েকে হত্যা করেছে। তারা এর আগেও যৌতুকের জন্য নির্যাতন করেছে এবং বারবার যৌতুক নিয়ে গেছে। মেয়ে হত্যার বিচার চাই।’
একইদিন সকালে নাজিরহাট পৌরসভার সুয়াবিল টেকের দোকান ঈদগাহ এলাকায় ট্রাক চাপায় আবুল কাসেম (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গরু চরাতে গিয়ে রাস্তার পাশে বসে বিশ্রাম নিচ্ছিলেন আবুল কাশেম। এ সময় বেপরোয়া গতিতে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই ঘাতক ট্রাকটি তাকে চাপা দেয়। সাথে সাথেই পালিয়ে যায় ট্রাকচালক।
স্থানীয়রা দেখতে পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এছাড়াও দুপুর দেড়টার দিকে ভূজপুর থানাধীন দাঁতমারা ইউপি ঢালারমুখ এলাকায় দু’টি সিএনজির মুখোমুখি সংঘর্ষে মো. সোহাগ (১৯) নামে এক চালকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হেয়াকো থেকে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা দাঁতমারা বাজারের দিকে যাচ্ছিল উল্টোদিকে থেকে আসা আরেকটি খালি সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজি চালক সোহাগের মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুই কলেজ ছাত্রী আহত হয়েছে।