প্রকল্পে সহায়তা অব্যাহত থাকবে, উপদেষ্টাকে জানালেন জাপানের রাষ্ট্রদূত

অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি’র সাক্ষাৎ

সুপ্রভাত ডেস্ক »

ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের নেওয়া প্রকল্পের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে জাপান সব ধরনের সাহায্য দিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। রোববার সকালে রাজধানীর শের-ই-বাংলা নগরে অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে সাক্ষাতে গিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘আমি ইতোমধ্যে প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছি। এই অন্তর্বর্তীকালীন সময়েও বাংলাদেশের চলমান অংশীদারত্বে প্রকল্পসমূহ সম্পন্ন করা এবং ভবিষ্যৎ সহযোগিতা অব্যাহত রাখবে জাপান। ‘যথাসময়ে বাংলাদেশ সরকারের কাছে প্রকল্পগুলো বুঝিয়ে দিতে পারব বলে আশা করি।’

উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জাপানের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘জাপান সবসময়ই বাংলাদেশের ভালো বন্ধু এবং বৃহত্তম উন্নয়নের অংশীদার।’ তিনি কারিগরি শিক্ষার উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশের কারিগরি শিক্ষা উন্নয়নে এবং বাংলাদেশিদের জাপানে পড়াশোনার জন্য বৃত্তি দেওয়া কার্যক্রমও অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। এর আগে গেল সোমবার জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির নেতৃত্বে একটি প্রতিনিধি দল সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে আওয়ামী লীগ সরকারের সময় চালু হওয়া সব প্রকল্প চালু রাখার নিশ্চয়তা চেয়েছিল। রাষ্ট্রদূতকে এ ব্যাপারে আশ্বাসও দিয়েছিলেন উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বৈঠক শেষে সালেহউদ্দিন বলেছিলেন, ‘যে প্রকল্পগুলো চলছে সেগুলো চালু থাকার নিশ্চয়তা তারা চেয়েছে। আমি বলেছি প্রতিটি প্রকল্পই চলবে।’ ঢাকায় মেট্রোরেল, কক্সবাজারের মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র ও সমুদ্র বন্দরসহ আওয়ামী লীগ সরকারের একাধিক বড় প্রকল্পে যুক্ত হয়েছে জাপান। বর্তমানে বাংলাদেশে প্রায় ৩৫০টি জাপানি প্রতিষ্ঠানের কার্যক্রম চলছে। প্রতিষ্ঠানগুলোর মোট বিনিয়োগ ৩৮০ মিলিয়ন ডলারেরও বেশি। আওয়ামী লীগ সরকারের সবশেষ ১০ বছরে বাংলাদেশে জাপানি প্রতিষ্ঠানের সংখ্যা চার গুণ বেড়েছে। দেশের অর্থনৈতিক সংকট মোকাবেলায় জাপানের কাছ থেকে আরও বেশি বাজেট সহায়তা চেয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলেও জানিয়েছিলেন অর্থ উপদেষ্টা।