নিজস্ব প্রতিবেদক »
৭১ বছর বয়সে থেমে গেলেন বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের পথিকৃত এবং জিন্সকে বিশ্বের দরবারে তুলে ধরার পুরোধা ব্যক্তিত্ব প্যাসিফিক জিন্সের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন। সোমবার বাংলাদেশ সময় বেলা ৩টা ১৫ মিনিটে ক্যান্সারে আক্রান্ত হয়ে নাসির উদ্দিন থাইল্যান্ডের ব্যাংককের সামিথিভেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত ১১ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংকক নেয়ার পর গত ১ জানুয়ারি থেকে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
নাছির উদ্দিনের বড় ছেলে প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর বলেন,গতকাল সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় আব্বা মারা যান। আগামী বুধবার বিমানযোগে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হবে। পরে সীতাকুন্ডের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।
উল্লেখ্য,১৯৮৪ সালে এনজেডএন ফ্যাশন দিয়ে তৈরি পোশাকশিল্পে যাত্রা শুরু করা মো. নাছির উদ্দিনের হাতে গড়া আটটি প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ৩৫ হাজার বাংলাদেশি কর্মরত। মো. নাছির উদ্দিন বাংলাদেশ ইপিজেড ইনভেস্টরস অ্যাসোসিয়েশন (বেপজিয়া) চেয়ারম্যানও ছিলেন। এদিকে মো. নাছির উদ্দিনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালকমন্ডলীর পক্ষে সভাপতি মাহবুবুল আলম ও সিনিয়র সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন। একই সঙ্গে শোক জানিয়েছে বিজিএমইএ।