পাহাড়ে ৩ লাশ

দু’গ্রুপের গোলাগুলি,

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি »

রাঙামাটির রাজস্থলী উপজেলার গাইন্দা ইউনিয়ন এবং বান্দরবানের রাজভিলা ইউনিয়ন সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় দু’গ্রুপের গোলাগুলির ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়ভাবে তিনজনের মৃতদেহ ওই এলাকায় পড়ে থাকার খবর জানা গেলেও দায়িত্বশীল কোন সূত্রই ঘটনাস্থলে ঠিক কি ঘটনা ঘটেছে তা নিশ্চিত করে বলতে পারেনি।

জানা গেছে, নিহত তিনজনের মধ্যে একজন বান্দরবানের ক্যাচিংপাড়ার বাসিন্দা। নিহতদের ৩ জনই মগপার্টির সদস্য ও সমর্থক।

সূত্রে আরও জানা গেছে, মঙ্গলবার সকালে সীমান্তবর্তী এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’র একটি দল বান্দরবান ভিত্তিক আরেক সংগঠন মগ পার্টির একটি আস্তানায় হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

তবে এ বিষয়ে সন্তু লারমা সমর্থিত জনসংহতি সমিতি কিংবা মগপার্টি, কারো কোন বক্তব্য পাওয়া যায়নি।

রাজভিলা ইউনিয়নের চেয়ারম্যান ক্য অং প্রু জানান, মঙ্গলবার গোলাগুলির শব্দ শোনা গেছে রাজবিলা-রাজস্থলী সীমান্তবর্তী এলাকায়। খবর পেয়েছি সশস্ত্র দু’গ্রুপের মধ্যে গোলাগুলিতে ৩ জনের লাশ পড়ে আছে। এর বেশি কিছু বলতে পারব না।’

রাঙামাটির পুলিশ সুপার মীর মোদাছ্ছের হোসেন বলেন, ‘বান্দরবান-রাঙামাটি জেলার সীমান্তবর্তী এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে যান। তবে এ বিষয়ে তাদের কাছ থেকে কোন খবর জানা যায়নি। ঘটনাস্থলটি রাঙামাটির রাজস্থলী উপজেলার গাইন্দা ইউনিয়নে বলে জেনেছি।

কেউ মারা গেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তিনজন নিহত হওয়ার খবর শুনেছি।’

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে বর্তমানে পাঁচটি সংগঠন সশস্ত্র তৎপরতা চালাচ্ছে, যাদের মধ্যে রয়েছে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ), জলোয়া চাকমার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-গণতান্ত্রিক), সুভাষ কান্তি চাকমা-বিমল কান্তি চাকমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএনলারমা) এবং বান্দরবানভিত্তিক মগ লিবারেশন পার্টি (এমএলপি)। এই সংগঠনগুলোর বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তারের লড়াইয়ে প্রায়ই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে প্রাণ হারিয়েছে সংগঠনগুলোর অসংখ্য নেতাকর্মী সমর্থক।