নিজস্ব প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি »
বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও এলজিইডির অর্থায়নে প্রায় ২৬ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
পার্বত্যাঞ্চলে উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ক্ষুরিক্ষ্যং এ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধনের পর এক মতবিনিময় সভায় মন্ত্রী এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, পার্বত্যাঞ্চলে আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগ সরকারের এই উন্নয়নের ধারাকে আরো এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন দোছড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. ইমরান। অনুষ্ঠান পরিচালনা করেন বান্দরবান জেলা আওয়ামীলীগ সদস্য তসলিম ইকবাল চৌধুরী। এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ হারুন-আর রশীদ উপসচিব সদস্য বাস্তবায়ন ও প্রকল্প পরিচালক সোলার প্রকল্প পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, ডা. শেখ সাদিক বান্দরবান অতিরিক্ত জেলা প্রশাসক, বান্দরবান জেলা পরিষদ সদস্য লক্ষ্মীপদ দাস, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সদস্য জিয়াউল ইসলাম মজুমদার, নির্বাহী প্রকৌশলী এলজিইডি,বান্দরবান,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের প্রকল্প নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. শফিউল্লাহ, জেলা পরিষদের সদস্য ক্যানুওয়ান চাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা মার্মা, উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা, থানার ওসি টানটু সাহা,বান্দরবান জেলা আওয়ামী লীগের সদস্য মো. আবু তাহের কোম্পানি, সদর ইউপি চেয়ারম্যন নুরুল আবছার ইমন, বাইশারী ইউপি চেয়ারম্যান মো.আলম, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান এ্যানিং মার্মাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
মতবিনিময় সভাশেষে মন্ত্রী স্থানীয়দের মাঝে সোলার প্যানেল বিতরণ ও দোছড়ি ইউনিয়ন পরিষদের উদ্যোগে গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মন্ত্রী বীর বাহাদুর এমপি।