সুপ্রভাত ডেস্ক >>
পাকিস্তানের সিন্ধু প্রদেশে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৪০ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০০ জন। দেশটির স্থানীয় প্রশাসন জানিয়েছে ঘোতকি জেলার দারকি শহরে সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর ডন।
পাকিস্তান রেলওয়ের মুখপাত্র জানান, করাচী থেকে ছেড়ে আসা মিল্লাত এক্সপ্রেস ট্রেন সারগোদা যাওয়ার পথে লাইনচ্যুত হয়। এসময় রাওয়ালপিণ্ডি থেকে আসা স্যার সৈয়দ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। রায়তি রেলস্টেশনের কাছে দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে একটি জরুরী উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। রেলওয়ে কর্মকর্তা, পুলিশ ও স্থানীয় প্রশাসন এতে সহযোগিতা করছে।
ঘোতকির ডেপুটি কমিশনার উসমান আব্দুল্লাহ বলেন, বগি উল্টে যাওয়ায় উদ্ধার তৎপরতা চালাতে বেগ পেতে হচ্ছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, ট্রেনের প্রায় ১৩/১৪ টি বগি লাইনচ্যুত হয়েছে এবং ৬/৮ টি বগি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
আহতদের চিকিৎসার জন্য সেখানে জরুরী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে বলে জানান তিনি।