পরাজিত সমর্থকদের হামলায় জয়ী দলের খেলোয়াড়সহ আহত ১০

মিরসরাই

নিজস্ব প্রতিনিধি, মিরসরাই »

মিরসরাইয়ে ফুটবল খেলায় পরাজিত দলের সমর্থকদের হামলায় জয়ী দলের খেলোয়াড় ও সমর্থকসহ ১০ জন আহত হয়। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, মিরসরাই স্টেডিয়ামে শনিবার সকালে ৪৯তম গ্রীষ্মকালিন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতা আন্তঃবিদ্যালয় ও মাদ্রাসা ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালকে ২-০ গোলে পরাজিত করে। খেলা শেষে পরাজিত দলের সমর্থকরা জয়ী দলের খেলোয়াড় ও সমর্থকদের উপর চড়াও হয়। এসময় শুরু হয় তুমুল মারামারি। এতে করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে তিন খেলোয়াড়সহ কমপক্ষে ১০ জন আহত হয়।

আহতরা হলেন আব্দুল্লা আল নোমান (১৬), শ্রাবণ (১৬), দুর্জয় দে (১৭), নিশান দে (১৬), রুমি ও আকন্দ (১৬) সহ ১০ জন। আহতদের মধ্যে শ্রাবণ ও নোমানকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রাবণ ও নোমান করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র।

করেরহাট কামিনী মজমুদার উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূইয়া জানান, শনিবার সকালে মিরসরাই স্টেডিয়াম থেকে খেলা শেষে মাঠের দক্ষিণ পাশে অবস্থান নেয় আমাদের খেলোয়াড়রা। এসময় পরাজিত দলের সমর্থকরা তাদের উপর অতর্কিত হামলায় চালায়। এতে খেলোয়াড় ও সমর্থকসহ কমপক্ষে ১০ জন আহত হয়।

মিরসরাই ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, খেলা শেষে স্টেডিয়ামে বড় কোন ঘটনা ঘটেনি। যদিও ঘটে থাকে সেটি স্টেডিয়ামের বাইরে। তবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, খেলা পরবর্তী সময়ে হাতাহাতির ঘটনা শুনেছি। তবে হামলা হয়ে থাকলে দ্রুত হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।