স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে আ জ ম নাছির
৭১ এর পরাজিত শক্তি তাদের জ্বালাও, পোড়াও, ভাংচুরসহ যাবতীয় অপকর্ম অব্যাহত রেখেছে। তাদের বিরুদ্ধে লড়তে হবে।
চট্টগ্রাম প্রেস ক্লাবের এস. রহমান হলে জননেত্রী শেখ হাসিনা পরিষদ চট্টগ্রাম মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দিন এ’কথা বলেন।
তিনি আরো বলেন, উন্নয়নকে যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে, সেজন্য সবাইকে সচেতন হতে হবে। জননেত্রী শেখ হাসিনা পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দুদক পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিদর্শন বড়–য়া, জাফর ইকবাল, অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী।
সহ-সভাপতি এম. নুরুল হুদা চৌধুরী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন ইলিয়াছ কামরু, সালমা বেগম, মো. রেজাউল করিম, ইসমত পাশা চৌধুরী ইনু, মো. হায়াত উল্লাহ, প্রকাশ ঘোষ পিকলু, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, আঁচল চক্রবর্ত্তী, কে.এইচ এম তারেক, আরঙ্গজেব বাবুল, আমজাদ হোসেন, ডা. রতন চক্রবর্ত্তী, অ্যাডভোকেট আফরোজা রুনা, আসাদুজ্জামান মুন্না, নেজাম উদ্দিন, সজল দাশ, হারুন অর রশিদ, মো. হারুন, সুমন বড়–য়া, জামাল আহমেদ, কানিজ আক্তার, অ্যাডভোকেট এম. মহিবুল্লাহ, প্রিয়াংকা মন্ডল প্রমুখ। বিজ্ঞপ্তি