চবি সংবাদদাতা »
ঘোষিত কমিটিতে পদবঞ্চিতদের মূল্যায়নসহ ৩ দফা দাবিতে মানববন্ধন করেছে চবি ছাত্রলীগের ৭টি উপগ্রুপ। মঙ্গলবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দাবি মেনে নেওয়া না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারী গ্রুপগুলো হলো ভিএক্স, বাংলার মুখ, রেড সিগনাল, একাকার, কনকর্ড, এপিটাফ ও উল্কা। অংশ নেওয়া সবগুলো গ্রুপই সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দীনের অনুসারী। এসময় তারা মানববন্ধন থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের নিকট ৩টি দাবি পেশ করেন।
দাবিগুলো হলো পদবঞ্চিত ত্যাগী ও পরিশ্রমী কর্মীদের মূল্যায়ন করে কমিটিতে অন্তর্ভুক্তকরণ। কমিটিতে স্থান পাওয়া নেতাদের যোগ্যতা অনুসারে পদগুলোর পুনর্মূল্যায়ন। কমিটিতে পদপ্রাপ্ত বিবাহিত, চাকরিজীবী ও দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাগ্রহণ।
রেড সিগনাল গ্রুপের নেতা রাকিবুল হাসান দিনার বলেন, ৩১ জুলাই রাতে চবি শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে রাজপথের ত্যাগীদের স্থান দেওয়া হয় নি। উল্টো অযোগ্য ও বিতর্কিত অনেককে স্থান দেওয়া হয়েছে। এমন আত্মঘাতী কাজ চবি ছাত্রলীগকে পঙ্গুত্বের দিকে ঠেলে দিবে।
বাংলার মুখ গ্রুপের নেতা আবু বকর তোহা বলেন, দীর্ঘদিন মাঠে ঘাম ঝরানো, ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এ নিয়ে এর আগে শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপর অনাস্থা জানিয়েছিলাম। তাছাড়া বিভিন্ন মাধ্যমেও এই কমিটি পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছিলাম। কিন্তু কেন্দ্রীয় ছাত্রলীগ ভ্রুক্ষেপহীন। আজকের মানববন্ধনের পরেও যদি কোন ব্যাবস্থা গ্রহণ না করা হয় তাহলে কঠোর আন্দোলনের দিকে যাবো।
ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, ঘোষণার পর থেকেই নতুন কমিটি ব্যাপক সমালোচিত। কমিটি সংশোধনের জন্য অহিংসভাবে আন্দোলন করে এসেছি। কিন্তু কেন্দ্রীয় ছাত্রলীগ সাড়া দেয়নি। ভবিষ্যতেও যদি সাড়া না দেয় তাহলে সহিংস হতে বাধ্য হবো।