নুরের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ

সুপ্রভাত ডেস্ক »

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম নগরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে দলটির নেতাকর্মীরা।

শনিবার (৩০ আগস্ট) বেলা ১১টা থেকে নগরের ২ নম্বর গেট মোড়ে কর্মসূচি পালন করছেন দলটির নেতাকর্মীরা। এ সময় ২ নম্বর গেট মোড় সংলগ্ন সড়কগুলোতে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন জরুরি প্রয়োজনের বের হওয়া লোকজন।

বিক্ষোভকারীরা ‘জাপা ধর, জেলে ভর’ স্লোগান দিতে থাকেন। তারা বলেন, রাজধানীর বিজয়নগরে হামলার ঘটনায় জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে৷ স্বৈরাচারের সহযোগী দলটির নেতাকর্মীদেরও গ্রেপ্তার করতে হবে।

গত শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বিজয়নগরে আল রাজী টাওয়ারের সামনে রাত ৯টার পর গণঅধিকার পরিষদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

এ সময় তারা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া দিলে তারা আল রাজী টাওয়ারের সামনে চলে আসে। একই সময়ে সেখানে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন নুরুল হক নুরসহ দলটির শীর্ষ নেতারা। পরে সেখানে তাদের লাঠিপেটা করে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।

এ ঘটনার প্রতিবাদে শুক্রবার রাত ১১টার দিকে দলটির নেতাকর্মীরা চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ২ নম্বর গেট মোড়ে জড়ো হয়ে সড়কে আগুন দেয়।