নুরুল হুদা চৌধুরী-সালেহা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে অক্সিজেন গ্যাস সিলিন্ডার বিতরণ

নুরুল হুদা চৌধুরী-সালেহা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে অসুস্থ রোগীর স্বজনদের মাঝে অক্সিজেন গ্যাস সিলিন্ডার বিতরণ করছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি

মো. নুরুল হুদা চৌধুরী-সালেহা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল অসুস্থ করোনাভাইরাস আক্রান্ত, শ্বাসকষ্টের রোগীর স্বজনদের মাঝে বিনামূল্যে অক্সিজেন গ্যাস সিলিন্ডার বিতরণ করেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।
উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনজুর হোসেন চৌধুরী মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অক্সিজেন গ্যাস সিলিন্ডার বিতরণকালে উপস্থিত ছিলেন সাবেক সচিব চৌধুরী মো. মহসিন, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ ইউনুছ গণি চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন, হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম, অ্যাডভোকেট মোহাম্মদ শামীম, সৈয়দ মঞ্জুরুল আলম, সিরাজুল ইসলাম, জাকির হোসেন, জালাল তালুকদার প্রমুখ।