নিজস্ব প্রতিবেদক »
সিকিউরিটি গার্ড মো. হোসেন সেহেরি শেষ করে কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় নগরীর বায়েজিদ লিংক রোডে ময়মনসিংহ থেকে আসা এক যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়।
গতকাল বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বায়েজিদ লিংক রোডের আরেফিন নগর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সকাল ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মো. হোসেন বায়েজিদ বোস্তামী থানাধীন জঙ্গল সলিমপুর এলাকার ১ নম্বর মাস্টার কলোনির বাসিন্দা। তিনি সিকিউরিটি গার্ডের চাকরি করেন। এ ঘটনায় প্রাণে বেঁচে যায় বাসের ৪০ যাত্রী।
পাঁচলাইশ থানার পুলিশ উপ-পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ‘চাকরিতে যাওয়ার সময় বাসচাপায় গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়। সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ‘ময়মনসিংহ থেকে আসা যাত্রীবাহীবাস এক পথচারীকে চাপা দিয়ে বিদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় বাসে থাকা কয়েকজন যাত্রী আহত হয়। তবে পথচারী হোসেন চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে মারা যান। বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে।’