রাঙামাটিতে কমিশনার আনিছুর
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি »
অতীতের বিভিন্ন নির্বাচনের মতো এবারও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে সেনা মোতায়েন করা হবে বলে জানান নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।
গতকাল সোমবার রাঙামাটিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙামাটি ও খাগড়াছড়ির নির্বাচন
সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, অতীতের সকল জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েন ছিলো। এবারও সেনা মোতায়েনের পরিকল্পনা আছে এবং আমরা তা করবো। পার্বত্য এলাকা বিশেষ এলাকা হিসেবে সেনা মোতায়ন রয়েছে, এখানে নতুন করে কিছু করা লাগবে না। কিন্তু সমগ্র দেশে অতীতের জাতীয় সংসদ নির্বাচনের মতো সেনা মোতায়ন করা হবে।
তিনি আরও বলেন, নির্বাচনের বিষয়ে বিদেশি কোন চাপ নেই। আমাদের কাছে এ পর্যন্ত ৫০টি বেশি দেশ নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে আবেদন জমা দিয়েছে। আমরা চাই আরও পর্যবেক্ষক আসুক। তিনি আবারও বলেন, বিএনপি নির্বাচনে অংশ নিলে সময় বাড়ানোর সুযোগ আছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে শেষ করার জন্য যা যা করণীয় সেই নিদের্শনা দেয়া হয়েছে। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়ী থাকবেন।
তিনি বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য, পক্ষপাতমূলক আচরণ করা যাবে না। সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা করণীয় সার্বিক বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। যদি কেউ ব্যত্যয় করে তার দায়িত্ব তাকে নিতে হবে। কমিশন সেই ক্ষেত্রে কাউকে সামান্যতম ছাড় দেবে না। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের বার্তা দেয়া হয়েছে।
কমিশনার আরো বলেন, ‘নির্বাচন কমিশনে যে ৪৪ দল নিবন্ধিত, তারা নির্বাচনে অংশ নেয়া বা না নেয়া তাদের নিজস্ব বিষয়। আমরা তাদের আলোচনার জন্য ডেকেছি, এর মধ্যে ২৬ দল আসছে। যারা আসবে না তাদের নির্বাচনে আনার উপায় আমার কাছে নেই। কোন অভিযোগ থাকলে সেই বিষয়ে আলোচনা করা যেতে পারে।’
পাহাড়ে অবৈধ অস্ত্র বিষয়ে তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে অবৈধ অস্ত্র ও বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার না হয় সেই বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা, বর্ডার গার্ড বাংলাদেশ রাঙামাটি সেক্টর কমান্ডার মো. আনোয়ার লতিফ খান, রাঙামাটির জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন খান, খাগড়াছড়ির জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সহিদুজ্জামান, রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ, খাগড়াছড়ির মুক্তা ধর, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলী, রাঙামাটি সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন, সকল উপজেলার নির্বাহী অফিসার, নির্বাচন অফিসারসহ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা।