নিজস্ব প্রতিবেদক :
সরকারি নির্দেশনা অমান্য করে বিকাল চারটার পর শপিংমল ও দোকানপাট খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাত মামলা ও জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট এই অভিযান পরিচালনা করেন।
গতকাল মঙ্গলবার (৯ জুন) বিকাল ৪টা থেকে রাত ৮ টা পর্যন্ত নগরীর বন্দর, ও ইপিজেড থানা এলাকায় অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার। অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার সুপ্রভাতকে বলেন, করোনা মধ্যে আইন অমান্য করে ( বিকাল ৪টা থেকে দোকানপাট বন্ধ রাখার নিয়ম) দোকান ও ব্যবাসা প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিতে বে-শপিংমল, সিজল, বনফুলসহ কয়েকটি প্রতিষ্টানে অভিযান চালিয়ে ৭টি মামলা দেওয়া হয়েছে। এসময় ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
Uncategorized