সুপ্রভাত ডেস্ক »
গবেষণা ও উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রাণিসম্পদের উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘খাদ্যের পাশাপাশি আমিষের উৎপাদন বাড়াতে উদ্যোগ নিয়েছে সরকার। নিজেদের খাদ্য নিজেদের উৎপাদন করতে হবে। একইসঙ্গে পুষ্টির নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।’
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী একথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে পুরনো বাণিজ্য মেলার মাঠে এই অনুষ্ঠান উদ্বোধন করা হয়।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর অংশ হিসেবে ১৮ ও ১৯ এপ্রিল দুই দিনব্যাপী পুরাতন বাণিজ্য মেলার মাঠ, আগারগাঁওয়ে দুদিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এ ছাড়া দেশের ৬৪ জেলার ৪৬৬ উপজেলায় এ প্রদর্শনী একযোগে অনুষ্ঠিত হবে।
এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘সমুদ্র সম্পদ আহরণে উদ্যোক্তা পাওয়া যাচ্ছে না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘বিএনপি সরকার ঘোষণা দিয়েও ডাল-ভাত খাওয়াতে পারেনি। আওয়ামী লীগ সরকার মাছ-মাংস খাওয়াচ্ছে।’
এ সময় সরকার কৃষি খাতে ভর্তুকি দিয়ে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুবসমাজকে উদ্যোক্তা হতে উৎসাহ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বেসরকারি খাতকে সব ধরনের সহায়তা করবে সরকার।’
আধুনিক মানসম্পন্ন খামার ও জবাইখানার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘উৎপাদন ও প্রক্রিয়াজাতে আন্তর্জাতিক নিয়মনীতি অনুসরণ করতে হবে।’
সেবা সপ্তাহ উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ এর অন্যতম লক্ষ্য হলো প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের গবাদিপশু উৎপাদনে উদ্বুদ্ধ করা।’