সুপ্রভাত ক্রাড়ী ডেস্ক »
পারিবারিক কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি মুশফিকুর রহিম। অজিদের দেওয়া কঠোর বিধিনিষেধে খেলা হয়নি অস্ট্রেলিয়ার বিপক্ষেও। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ফিরলেও রান করতে পারেননি। ৫ ম্যাচে মুশফিকের সংগ্রহ ছিল ৩৯! কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেকে ফিরে পেতে ম্যাচ প্রস্তুতির বিকল্প দেখছেন না অভিজ্ঞ ক্রিকেটার। এই কারণে ‘এ’ দলের হয় দুটি ওয়ানডে ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ বরাবর দুটি ম্যাচ খেলার আবেদন করে সবুজ সংকেতও পেয়েছেন তিনি। বিভাগটির চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘এ- দলের ম্যাচ হবে চট্টগ্রামে। মুশফিক খেলার আগ্রহ দেখিয়েছে। আমরা তাকে খেলতে বলেছি। ম্যাচ অনুশীলনের ব্যাপার আছে। সে হয়তো নিজ থেকে অনুভব করছে ম্যাচ খেললে আত্মবিশ্বাস বাড়বে। আমরা তার সিদ্ধান্তকে সমর্থন করি।’
হাইপারফরম্যান্স ইউনিট ও ‘এ’ দল ৫টি ওয়ানডে খেলবে। প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ৩০ সেপ্টেম্বর। বাকি দুটি মাঠে গড়াবে ২ অক্টোবর ও ৪ অক্টোবর। মুশফিক প্রথম দুটি ম্যাচ খেলারই আগ্রহ দেখিয়েছে। কারণ তৃতীয় ম্যাচের সময় জাতীয় দলের ওমানের উদ্দেশে দেশ ছাড়ার কথা।