‘নারী নির্যাতনের বিরদ্ধে বিশ^বাসী সক্রিয় হলেও নারীকে পণ্যে রূপান্তরের বাণিজ্যিক ব্যবহার বাড়িয়েছে বিশ^ অর্থব্যবস্থার নিয়ন্ত্রকরাই। নারীকে স্বাধীনতা দেবার নামে সস্তা শ্রমের ফাঁদে আটকে ফেলা হয়েছে। নারীর শারীরিক ও মানসিক নির্যাতনের ব্যাপ্তি বেড়েছে, সুবিধা কমেছে।’
গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বাংলাদেশ কল্যাণ পার্টি’র সহযোগী সংগঠন বাংলাদেশ মহিলা কল্যাণ পার্টি নগর শাখার উদ্যোগে আয়োজিত নারী সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কল্যাণ পার্টি নগর সভাপতি অ্যাডভোকেট এম এন মোস্তফা নূর একথা বলেন।
প্রধান বক্তা শাহান সুলতানা শিলা বলেন, সমাজের সকল ক্ষেতেই আজ চরম নৈরাজ্যের ভেতর একটি প্রধান শিকার হলো নারী সমাজ। নারী সমাজের মুক্তি জন্যে প্রয়োজন কল্যাণ রাষ্ট্রের। কল্যাণ রাষ্ট্র ছাড়া নারীদের জন্যে স্থিতিশীল নিরাপত্তা নিশ্চিত করা যাবে না, তাই নারীদেরকেই কল্যাণ রাষ্ট্রের ধারণা সম্পর্কে জানতে হবে এবং সেই রাজনীতিটিকে শক্তিশালী করতে হবে।
মহিলা কল্যাণ পার্টির নগর সমন্বয়ক নারী নেত্রী রাবেয়া মুন্নী মেরীর সভাপতিত্বে ও নগর কল্যাণ পার্টির সহকারী সাংস্কৃতিক সম্পাদক প্রিয়াঙ্কা ম-লের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মহিলা কল্যাণ পার্টির কেন্দ্রীয় সভাপতি শাহানা সুলতানা শিলা। সমাবেশে আরো বক্তব্য রাখেন নগর কল্যাণ পার্টি’র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মহসিন, শিল্প ও বিনিয়োগ বিষয়ক সম্পাদক অলি উল্লাহ, কুলসুমা আক্তার, আঞ্জুমান আরা মনি, মুন্নি বেগম, শারমিন আক্তার প্রমুখ।
নারী যোগাযোগ কেন্দ্র : জাতীয় নেটওয়ার্ক নারী যোগাযোগ কেন্দ্র নগর এর উদ্যোগে আমেরিকান কর্নার ও উৎস’র ব্যবস্থাপনায় এবং ডিয়াকোনিয়া’র সহযোগিতায় অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশে বাল্যবিবাহ নির্যাতন কোভিড-১৯ এর প্রভাব : কারণ এবং সম্ভাব্য সমাধান’ শীর্ষক মতবিনিময় সভা।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারী অধিকার আন্দোলন কর্মী এডাব চট্টগ্রাম অঞ্চলের সভাপতি জেসমিন সুলতানা পারু, ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য নাসরিন সুলতানা খানম, উৎস’র নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রা, আমেরিকান কর্নার চট্টগ্রাম এর সমন্বয়কারী রোমা দাশ। নারী যোগাযোগ কেন্দ্রের আহ্বায়ক সালমা জাহান মিলি’র সভাপতিত্বে সমন্বয়কারী রীপা পালিতের সঞ্চালনায় অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন উন্নয়ন কর্মী নারগিস চৌধুরী। বিজ্ঞপ্তি