আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে বক্তারা
‘আন্তর্জাতিক নারী দিবস-২০২১’ উদযাপন করেছে উন্নয়ন সংস্থা উৎস। ডানচার্চ এইড এর সহায়তায় ও ইউনাইট্ থিয়েটার ফর সোশাল অ্যাক্শন্ (উৎস) বাস্তবায়িত ‘প্রমোটিং এডুকেশনাল রাইটস অব পারসনস উইথ ডিসএ্যাবিলিটিস’ আওতায় ও নারী যোগাযোগ কেন্দ্র; চট্টগ্রাম মহানগরের সহযোগিতায় পাহাড়তলী রেলওয়ে জাদুঘর সংলগ্ন শেখ রাসেল শিশুপার্কের মুক্ত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর তছলিমা বেগম নূরজাহান, উৎসের নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রা, নাগরিক ফোরামের সদস্য মো. মাঈনউদ্দিন। ‘নারী যোগাযোগ কেন্দ্র ’চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক সালমা জাহান মিলির সভাপতিত্বে ও সমন্বয়কারী রীপা পালিতের সঞ্চালায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক প্রকল্পের সমন্বয়কারী বিভাস কুমার। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্পের অধি পরার্মশ দল ‘ডিজএ্যাবিলিটি অ্যাডভোক্যাসি গ্রুপ’ এর সদস্য যথাক্রমে আছমা সুলতানা, আল আমিন ও সুরতআলম। প্রধান অতিথি বলেন, ‘নারীদের অধিকার ও মযার্দা সুরক্ষায় বর্তমান সরকারের নানা ধরণের গৃহীত পদক্ষেপ সত্ত্বেও এখনো নারীদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে হচ্ছে। তাই নারীর মর্যাদা ও অধিকার নিশ্চিতকরণে সমাজের সকল স্তরের মানুষকে জোরালো ভূমিকা রাখতে হবে’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুহাম্মদ শাহ আলম, প্রকল্পের প্রোগ্রাম অফিসার সাফিয়া বেগম, কমিউনিটি মোবিলাইজার মোহাম্মদ আলী, মোহম্মদ নাছির, উৎস কর্মকর্তা, কর্মী এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের স্টুডেন্ট ফোরাম, ডিসএ্যাবিলিটি অ্যাডভোকেসি গ্রুপ, কৈশোর মঞ্চ, যুবমঞ্চ ও অ্যাডলোসেন্ট অ্যান্ড ইয়ুথ ফোরামের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন নৃত্য নিকেতন এর শিল্পীবৃন্দ এবং নৃত্যশিল্পী অদ্বিতীয়া দেবী। বিজ্ঞপ্তি