জাতীয় মহিলা সংস্থার সভায় বক্তারা
জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রাম জেলার উদ্যোগে নারী জাগরণের অগ্রদুত বেগম রোকেয়া দিবস উপলক্ষে এক আলোচনা সভা সংস্থার সদস্য কল্পনা লালার সভাপতিত্বে গতকাল বিকেলে সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশগ্রহণ করেন জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রাম জেলার সদস্য সঞ্চিতা বড়ুয়া, জাহান আরা নাজনীন, অ্যাডভোকেট পাপড়ী সুলতানা, নিলুফার জাহান বেবী, সংস্থার জেলা কর্মকর্তা শাহানা পারভীন, সনাতন চক্রবর্তী বিজয়। উপস্থিত ছিলেন সংস্থার কর্মকর্তা জহিরুল ইসলাম, নাঈম পারভেজ, অবকাশ চাকমা, রুশ্নী আক্তার, ইকবাল হোসেন, কাজী তাবারক হোসেন, আব্দুল করিম, জাহানারা বেগম, খোরশেদা বেগম প্রমুখ। সভায় বক্তারা বলেন, নারী উন্নয়ন, শিক্ষা ও অগ্রযাত্রায় বেগম রোকেয়া সাখাওয়াতের অবদান প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বহমান আছে। আজকের নারী সমাজের অগ্রযাত্রা ও সফলতায় বেগম রোকেয়া একটি আদর্শিক নাম হিসেবে প্রতিটি নারীর কাছে প্রেরণার বার্তা যোগায়। বক্তারা আরো বলেন নারীদের আত্মপ্রত্যয়ের সাথে কাজ করতে হবে এবং সকল বাঁধা বিপত্তি পেরিয়ে বেগম রোকেয়ার মতই সুন্দর সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। বেগম রোকেয়ার চিন্তা, চেতনা আর সংগ্রামী আদর্শিক লড়াই আজও চলমান। বিজ্ঞপ্তি


















































