নিজস্ব প্রতিবেদক »
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী এম এ মোতালেব সাবেক এমপির দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের বিষয় ও আগামী ১০০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন।
গতকাল রোববার তিনি প্রেস ক্লাবে ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে সংবাদ সম্মেলনে এগুলো তুলে ধরেছেন।
এম এ মোতালেব বলেন, ‘নির্বাচনে পরাজিত হয়ে আবু রেজা নেজামুদ্দীন নদভী ও তার স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যাচার করেছেন। বিভিন্ন ধরনের উস্কানি দিয়ে প্রশাসনকে বিব্রত করার অপচেষ্টা চালিয়েছেন। সাতকানিয়ায় নির্বাচন পরবর্তী যে কয়েকটি ঘটনা ঘটেছে, সেগুলো ব্যক্তিগত বিরোধের ফলে হচ্ছে। এসব ঝামেলা থেকে বাঁচতে তারা সেগুলোতে নির্বাচনি প্রলেপ দিচ্ছেন। নিজেদের ব্যক্তিগত এবং পারিবারিক বিরোধ যদি কেউ নির্বাচনের আড়ালে মেটানোর চেষ্টা করে, সে দায় আমরা নেব না।’
তিনি বলেন, ‘অতীতে এ আসনটি পরিচিত ছিল জামায়াত ইসলামীর দূর্গ হিসেবে। প্রতিবারেই এ আসন থেকে জয়ী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করত জামায়াত ইসলামী। ২০১৪ সাল থেকে এ আসনে আওয়ামী লীগ মনোনয়ন দেয় নদভীকে। পরপর দুইবার এ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হলেও আওয়ামী লীগের অনেকেই মেনে নিতে পারেননি তাকে। নদভীর পরিবারের সদস্যরা সাতকানিয়া উপজেলার মাদার্শা, এওচিয়া, সোনাকানিয়া, নলুয়া ও চরতি ইউনিয়নের বালুর মহাল, ইটভাটা দখল ও চাঁদাবাজির মত ঘটনা ঘটিয়েছে। এছাড়াও টপ সয়েল বিক্রি, কৃষককে গুলি করা, বন উজাড় করার মত ঘটনাও ঘটিয়েছে নদভীর পরিবারের সদস্যরা।’
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আগামী ১০০ দিনে সাতকানিয়ার কয়েকটি রাস্তার কাজ শুরু, কিছু রাস্তার নির্মাণ কাজের গতি বাড়ানো এবং কিছু রাস্তার কাজ দ্রুত সময়ে শেষ করার চেষ্টা করবো। নেজামুদ্দীন নদভী দুই দফায় ১০ বছর সংসদ সদস্য থাকাকালীন অনেকের উপর অত্যাচার ও জুলুম করেছেন। নির্যাতীতদের আমি কথা দিয়েছিলাম আইনি সহায়তা করার, যাতে তারা মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্ত হতে পারে। সাবেক এমপি নদভীর দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে।’
সংবাদ সম্মেলেনে বক্তব্য রাখেন এম এ মোতালেবের প্রধান নির্বাচনি সমন্বয়ক ও স্বাধীনতা চিকিৎসক ফোরামের নেতা আ ম ম মিনহাজুর রহমান, সদস্যসচিব ও সাতকানিয়ার পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুদ্দীন সিদ্দিকী, প্রদীপ কুমার চৌধুরী, যুগ্ম সম্পাদক ফয়েজ আহম্মেদ লিটন, সাতকানিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর লালুসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা।
এ মুহূর্তের সংবাদ