নিজস্ব প্রতিবেদক :
করোনাকালে হাসপাতাল ঘুরে যেসব রোগী চিকিৎসা পাওয়া থেকে ব্যর্থ হয়েছেন তাদের অভিযোগ শুনতে চায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
সম্প্রতি উল্লেখযোগ্য সংখ্যক কিছু রোগী বিভিন্ন হাসপাতালের দুয়ারে দুয়ারে ঘুরে চিকিৎসা সেবা পায়নি বলে অভিযোগ রয়েছে । এমনকি অকরোনা রোগীকে করোনা রোগী ভেবে কোন হাসপাতাল ভর্তিও নেয়নি। গত বুধবার করোনায় আক্রান্ত ছিলেন না, অথচ এমন এক রোগীকে নগরের বেসরকারি কোন হাসপাতাল ভর্তি নেয়নি। অবশেষে ওই মারা গেছেন। এ ঘটনায় রোগীর স্বজনেরা ফেসবুকে তাদের কষ্টের কথা তুলে ধরেন।
নগর বিশেষ শাখার অতিরিক্ত উপ কমিশনার (ডিসি পদে পদোন্নতি প্রাপ্ত) মনজুর মোরশেদ গণমাধ্যমকে বলেন, ‘চট্টগ্রামে করোনাকালে যারা চিকিৎসা পাননি বলে অভিযোগ করেছেন। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হাহাকার করেছেন তাদের অভিযোগ আমরা শুনতে চাই।’
এরকম কোন ফেসবুক লিংক থাকলে সিএমপির সিটি এসবিতে পাঠানোর অনুরোধও করেন মনজুর মোরশেদ। একইরকম অভিযোগের খোঁজ চেয়ে তথ্য আহ্বান করেছেন সিএমপির এডিসি (পিআর) আবু বক্কর।