নিজস্ব প্রতিবেদক :
নগরীর সিআরবি এলাকায় অবস্থিত বাংলাদেশ রেলওয়ে হাসপাতালে সোমবার ১ জুন থেকে করোনা ভাইরাসে আক্রানত্ম রোগী ভর্তি করা হবে। যাদের বাসায় আইসোলেট হয়ে থাকা সম্ভব নয়, মূলত তাদের সেবা নিশ্চিত করা হবে এ হাসপাতালের মাধ্যমে বলে জানিয়েছেন সংশিস্নষ্টরা।
চট্টগ্রামে করোনা চিকিৎসার জন্য নির্ধারিত এই হাসাপাতাল সম্পূর্ণভাবে প্রস্তত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী। তিনি বলেন, আশা করছি আমরা সোমবার থেকে সেখানে করোনা রোগী স্থানান্তর করতে পারব। চিকিৎসক, নার্স প্রস্তুত রাখা হয়েছে। ;ওই হাসপাতালে করোনা রোগী ভর্তি হলে অন্যান্য হাসপাতালে চাপ কিছুটা হলেও কমবে। আমরা সেসব রোগীদের ওখানে পাঠাবো, যাদের বাসায় আইসলেসনে থাকার জায়গা নেই। রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান চিকিৎসা কর্মকর্তা (সিএমও) ডা. সামশুল আলম মো. ইমতিয়াজ বাবুল বলেন, ইতিমধ্যে আমরা প্রস্ততি সম্পন্ন করেছি।
স্বাস্থ্য অধিদফতর যেদিন থেকে রোগী ভর্তি করাবে ওইদিন থেকে চিকিৎসা সেবা দেওয়া শুরম্ন হবে। দুয়েকদিনের মধ্যে তারা রোগী পাঠাবেন বলে আমাদের জানিয়েছেন।