নিজস্ব প্রতিবেদক :
নগরে হামজারবাগ এলাকায় কথা বন্ধুর হাতে খুন হয়েছেন মো. সাগর (২২) নামে এক যুবক। গত সোমবার বিকালে হামজা খাঁ লেইনের করিম ভিলার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাসান নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
নিহত সাগর স্থানীয় আবুল কালামের ছেলে। এ ঘটনায় এলাকার চারজনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেছেন নিহত যুবকের বাবা আবুল কালাম। আসামিরা হলেন হামজা খাঁ লেইন হাসু মিয়ার বাড়ির সমির ড্রাইভারের ছেলে মো সাব্বির হোসেন (২১) ও তার ভাই হৃদয় (২০), মো. হাসান (৩৫), বোয়ালখালী কলোনির মো. খোকনের ছেলে মো. জনি (২০)।
পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূইয়া জানান, মামলার চার আসামির সবাই নিহত সাগরের বন্ধু। এরমধ্যে আসামি সাব্বির ও হৃদয় পরস্পর ভাই। তাদের মা- বাবা নেই। থাকে স্থানীয় হামজা খাঁ লেইনে নানার বাড়িতে। মাস তিনেক আগেও সাব্বির আরও একজনকে ছুরিকাঘাত করেছিল। স্থানীয় সাহেদ নামের এক কিশোর গ্যাং নেতার ছত্রছায়ায় তারা এলাকায় অপরাধ করে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
ওসি জানান, ঈদের আগের দিন ২৫ মে সাগরের এক বন্ধু তাদের বাসায় আসলে বাইরের লোক এলাকায় আসা-যাওয়া নিয়ে সাব্বিরের সাথে সাগরের কথা কাটাকাটি হয়। এর জের ধরে ঈদের দিন বেলা ২টার দিকে সাব্বির, হৃদয়, জনি মিলে সাগরকে মারধর করে। এসময় প্রাণে বাঁচতে সাগর চাচির ঘরে আশ্রয় নেয়। এক ঘন্টা পর বিকেল ৩টার দিকে স্থানীয় করিম ভিলার সামনে একা পেয়ে সাগরকে পুনরায় আক্রমণ করে তারা। এসময় হাসান সাগরের দু’হাত ধরে রাখে সাব্বির তার বুকে পর পর তিনটি ছুরিকাঘাত করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।