নগরীর ঐতিহ্যবাহী স্থানগুলো সংস্কার-সংরক্ষণ করা হবে

চট্টশ্বেরী মন্দির পরিদর্শনকালে মেয়র

সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, চট্টেশ্বরী মন্দির শুধু উপাসানালয় নয়, এটি নগরীর একটি ঐতিহ্যবাহী স্থান। নগরীতে যেসব ঐতিহ্যবাহী স্থান রয়েছে সেগুলো পর্যায়ক্রমে সংস্কার ও ঐতিহ্যের ইতিহাস সংরক্ষণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। চট্টেশ্বরী মন্দিরটি নতুনভাবে সংস্কার এবং মন্দিরের অভ্যন্তরে পুকুরটি সংস্কার, পুকুরের চারিদিকে ওয়াকওয়ে নির্মাণ, পূজা করার ও প্রসাদ বিতরণের স্থান সংস্কার এবং পুজারিদের স্নানের স্থান সংস্কারে ব্যবস্থা গ্রহণ নেয়া বলে তিনি মন্দির কমিটি নেতৃবৃন্দকে আশ্বাস দেন।

গতকাল সোমবার সকালে চট্টেশ্বরী রোডের ঐতিহ্যবাহী চট্টেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ও কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, শৈবাল দাশ সুমন, মন্দিরের প্রধান সেবায়ত অরুণ চক্রবর্ত্তী, সেবায়ত ডা. বিজয় চক্রবর্ত্তী, শিবু চক্রবর্ত্তী, বাবুল চক্রবর্ত্তী, দেবু চক্রবর্ত্তী, অর্পন চক্রবর্ত্তী প্রমুখ।

মেয়র আরো বলেন, বাংলাদেশে বিদ্যমান বিভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মধ্যে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা সকল ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে একটি আধুনিক ও উন্নত চট্টগ্রাম নগরী বিনির্মাণে বদ্ধপরিকর। মেয়র নগরীর উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। বিজ্ঞপ্তি