নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি »
একনারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার নারায়নহাট ইউপি সদস্য আবুল মনছুর মুসাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আবুল মনছুর মুসা নারায়নহাট ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য। বুধবার তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে ভুজপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শেখ আব্দুল্লাহ বলেন, আবুল মনছুর মুসা নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকেলে তার বিরুদ্ধে নৃগোষ্ঠীর এক মহিলা ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করে ভুজপুর থানায় একটি মামলা করে। অভিযোগ পেয়ে পুলিশ বুধবার রাতেই তাকে গ্রেফতার করে।



















































