দোহাজারী স্টেশনে ট্রেনের দরজায় বসে পা থেঁতলে গেল যাত্রীর

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের দোহাজারী স্টেশনে এক যাত্রীর পা থেঁতলে মারাত্মকভাবে জখম হয়েছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার সময় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

দোহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী জানান, সৈকত এক্সপ্রেস যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে সকাল সাড়ে ৭টার দিকে দোহাজারী রেলওয়ে স্টেশনে পৌঁছান। এসময় এক যাত্রী পা ঝুলিয়ে ট্রেনের দরজায় বসেছিলেন। ট্রেনটি দোহাজারী স্টেশনের প্লাটফর্মে ডুকলে তার পা প্লাটফর্মের সঙ্গে ঘষা লেগে থেঁতলে যায়। তবে তার পা বিচ্ছিন্ন হয়নি। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ায় তার নাম ও পরিচয় পাওয়া যায়নি।

তিনি জানান, ট্রেনের ভ্রমণের সময় যাত্রীদের সতর্কতা অবলম্বন করা জরুরি। সামান্য ভুলের কারণে শরীরের অঙ্গহানিসহ আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।