সুপ্রভাত ডেস্ক »
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২৬১ জন মারা গেছেন। এর আগে, গত ৫ আগস্ট দেশে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ হাজার ৪১১ জন।
একই সময়ে করোনায় আক্রান্ত আট হাজার ১৩৬ জনকে শনাক্ত করা হয়েছে। এর আগে, গত ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। এ পর্যন্ত মোট ১৩ লাখ ৪৩ হাজার ৩৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩১ হাজার ৭১৪টি নমুনা পরীক্ষায় আরও আট হাজার ১৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৫ দশমিক ৬৫ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪৮ জনের মধ্যে ১৫২ জন পুরুষ ও ১০৯ জন নারী।
২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১০১ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৬২ জন মারা গেছেন। সিলেট বিভাগে এ সময়ে সবচেয়ে কম সাত জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, খুলনা বিভাগে ৪৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন, বরিশাল বিভাগে ১২ জন, রংপুর বিভাগে ১০ জন ও রাজশাহী বিভাগে আট জন মারা গেছেন।
একই সময়ে দেশে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৩৮৩ জন। মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৮৮ হাজার ৮২০ জন।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৬৪ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৪৯ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৬৭ শতাংশ।