প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে, বাংলাদেশ সরকারের উদ্যোগে ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক ব্যবস্থপনায় ওয়ার্ড পযার্য়ে কোভিড-১৯ টিকা দান কর্মসূচি আওতায় দেওয়ান বাজার ওয়ার্ডে মর্ডানা (কোভিড-১৯) ভ্যাকসিনেশন ক্যাম্পেইন বাস্তবায়ন লক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।
তিনটি নির্ধারত কেন্দ্র হলো : আরবান প্রাইমারী হেলথ্ কেয়ার, চট্টগ্রাম সিটি কর্পোরেশন দাতব্য চিকিৎসালয়, সিটি কর্পোরেশন কায়সার নিলুফার কলেজে আগামী ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত মোট ৬ দিন (প্রতিদিন সকাল ৯ থেকে দুপুর ২ টা ) প্রতিটি কেন্দ্র ২০০ জন করে তিন কেন্দ্র মোট ৬০০ জন ব্যক্তিকে টিকা প্রদান করা হবে।
ভ্যাকসিন ক্যাম্পেইন সর্বাত্মক সুন্দর ভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে ৩ আগস্ট সকাল ১০ টায় ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড কার্যলয়ে স্বাস্থ্যবিধি মেনে দেওয়ান বাজার ওয়ার্ডের কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র-১ চৌধুরী হাসান মাহমুদ হাসনীর তত্ত্বাবধানে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাবেক কাউন্সিলর ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য আলহাজ পেয়ার মোহাম্মদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন দাতব্য চিকিৎসালয় এর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. খুকুমণি বড়–য়া, দেওয়ান বাজার ওয়ার্ড সচিব মোতাহের হোসেন চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও টিকাদান কর্মসূচির জন্য মনোনীত ৩০ জন সেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।
সভায় চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন, বর্তমান করোনার মহামারীর এই ভয়াবহ পরিস্থিতি রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শতভাগ জনগণকে টিকা প্রদানের এই উদ্যোগকে সফল করতে হবে। বিজ্ঞপ্তি
মহানগর