নিজস্ব প্রতিবেদক»
প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সরকারি রাজস্বের সোয়া ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুই রাজস্ব কর্মকর্তা ও দুই সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বুধবার সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ মামলাটি দায়ের করা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ- পরিচালক আবু সাঈদ বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযুক্তরা হলেন, নেপচুন ট্রেডিং এজেন্সির মালিক ইকবাল হোসেন মজুমদার, বনলতা শিপিং এজেন্সির মালিক আব্দুল মান্নান চৌধুরী, চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা রবিউল ইসলাম মোল্লা ও চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা (সাবটিম-১২ ও অতিরিক্ত দায়িত্ব প্রশাসন শাখা) রাজস্ব কর্মকর্তা নাছির উদ্দিন মাহমুদ খান।
জানা গেছে, জালিয়াতির মাধ্যমে আমদানি করা মালামালের শুল্ক রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে পরস্পর যোগসাজসে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রতারণা ও জালিয়াতির জন্য জাল কাগজপত্র তৈরি ও ব্যবহার করেন। এতে তারা ২০১৬ সালের ১৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত সরকারি অর্থ লুণ্ঠন করে নিজেদের পকেটে রেখেছেন। কাস্টম হাউসের এই দুই কর্মকর্তা এসব কাজের সহযোগী ছিলেন দুই সিএন্ডএফ এজেন্সির মালিক। নিজেরা লাভবান হওয়ার উদ্দেশ্যে ও সিএন্ডএফ এজেন্টসহ বিভিন্ন ব্যবসায়ীকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে সরকারি ২৪ লাখ ৩৩ হাজার ৫০২ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আত্মসাৎ করেছে। এসব অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়েছে।