সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
৪০ ছোঁয়ার পর যেন খোলসে ঢুকে গেলেন মাহমুদউল্লাহ। হুট করেই ভুলে গেলেন রান বের করতে। দারুণ গতিতে ছুটতে থাকা দলের ইনিংসও গেল কিছুটা থমকে। মুশফিকুর রহিমের দুর্দাšন্ত ইনিংস ও মাহমুদউল্লাহর সঙ্গে শতরানের জুটির পরও তাই রয়ে গেল রান প্রত্যাশার চেয়ে কম হওয়ার আক্ষেপ । শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে টস জিতে বাংলাদেশের রান ৫০ ওভারে ৬ উইকেটে ২৫৭।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের মন্থর উইকেটে এই স্কোর লড়াই করার মতো অবশ্যই। তবে রান বেশি হতে পারত আরও। ৪০ ওভার শেষে দলের রান ছিল ৪ উইকেটে ১৯৩। সেখান থেকে ২৭০ ছাড়িয়ে যাওয়া ছিল খুবই সম্ভব। কিন্তু পরের ৮ ওভারে রান আসে কেবল ৪০! শেষ দুই ওভারে ২৪ রান নিয়ে আড়াইশ ছাড়াতে পারে দল। দলের ইনিংসে মেরুদন্ড মুশফিকের ৮৪ রানের ইনিংস। শট খেলা সহজ নয়, এমন উইকেটেও বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করতে সমস্যা হয়নি তার। ৮৭ বলের ইনিংসে চার কেবল ৪টি, ছক্কা ১টি। দারুণ ব্যাটসম্যানশিপের প্রদর্শনী মেলে ধরে দ্রুত রান তোলেন তিনি। খবর বিডিনিউজের।