ব্রিটিশবিরোধী প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৯তম আত্মাহুতি দিবস উপলক্ষে চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে ২৩ সেপ্টেম্বর নগরীর ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ড কার্যালয় মিলনায়তনে স্মরণসভা সংগঠনের সভাপতি চসিক সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর অধ্যাপিকা রেখা আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও চসিক সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সহ-সম্পাদক ইয়াসির আরাফাত। বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি কামাল উদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি প্রণবরাজ বড়–য়া, বক্তব্য রাখেন চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ দিদার আশরাফী, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম খান, সহ-সভাপতি পারভিন আক্তার চৌধুরী, লায়ন ইয়াসমিন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক রোজী চৌধুরী, রিমন মুহুরী, সহ-সম্পাদক একেএম মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ, সজল দাশ, আফিস ইকবাল, শংকর কান্তি দাশ, মো. তিতাস, ইউনুচ মিয়া, শিমুল দাশ, ইমদাদুল রহমান রিয়াদ, মীর মোহাম্মদ ইমাদ, আতিকুর রহমান তুষার প্রমুখ। প্রধান অতিথি বলেন, সমাজ ও দেশ বিনির্মাণে সকল দেশপ্রেমিককে ভোগ বিলাসের রাজনীতি পরিহার করে ত্যাগ ও আদর্শবান রাজনীতির মাইলফলক হতে পারলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বাংলাদেশ অবশ্যই সুখী সমৃদ্ধি ও উন্নতশীল দেশে পরিণত হবে।
সাবেক মেয়র মনজুর আলম
ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী ও শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৯ তম আত্মাহুতি দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়। মোস্তফা-হাকিম কলেজের ব্যবস্থাপনায় ২৩ সেপ্টেম্বর বিকেলে পাহাড়তলীর বীরকন্যার ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানান সাবেক মেয়র মনজুর আলম। এসময় উপস্থিত ছিলেন মোস্তফা-হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, অধ্যাপক আবু ছগির, অসীম চক্রবর্তী প্রমুখ। বিজ্ঞপ্তি
ত্যাগের রাজনীতি করার অঙ্গীকার
বীরকন্যা প্রীতিলতার আত্মাহুতি দিবস পালন



















































