তিন প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

নিজস্ব প্রতিবেদক »

মূল্য তালিকা প্রদর্শন না করে চড়া দামে সবজি বিক্রি করার দায়ে দুই সবজির দোকানকে ১ হাজার করে মোট ২ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে বিক্রির জন্য মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ করার দায়ে ফুলকলি সুইটস নামের এক খাবার প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করেন।

গতকাল মঙ্গলবার নগরীর চকবাজার কাঁচাবাজার ও সিরাজউদদ্দৌল্লা রোডে এ অভিযান পরিচালনা করেন সংস্থাটি। অভিযানে নেতৃত্ব দেন জেলা সহকারী পরিচালক নাসরিন হক। অভিযানের বিষয়টি নিশ্চিত করেন ভোক্তা অধিকার।

সংস্থাটির সহকারী পরিচালক নাসরিন আক্তার বলেন, চকবাজার কাঁচাবাজারে গিয়ে দেখা যায়, সবজির ব্যবসায়ীরা তাদের মনগড়া দামে সবজি বিক্রি করছে। দোকানগুলোতে কোন মূল্য তালিকা নেই। যার কারণে দুই সবজির দোকানকে জরিমানাসহ সতর্ক করা হয়েছে। অন্যদিকে সিরাজদোল্লা রোডে ফুলকলি সুইটসে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার দায়ে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।