নিজস্ব প্রতিবেদক »
নগরীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে আঞ্জুমান আরা (৩০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। মারা যাওয়া আঞ্জুমান আরা নগরীর ডবলমুরিং এলাকার বাসিন্দা। তিনি ২৬ নভেম্বর চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা গেছেন। এ নিয়ে চলতি মাসে মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় নতুন করে ১৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এর আগে, ২৬ ডিসেম্বর সাবরিনা সুলতানা (২১) ও আব্দুল গণি (৯০) নামে দুজনের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরে ৪১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১৪ জন, মহিলা ১৪ জন , শিশু ১৩জন রয়েছেন। এছাড়া
চলতি বছরে নগর এবং উপজেলায় ৫ হাজার ৪১৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।