নিজস্ব প্রতিবেদক :
বিআইটিআইডি ল্যাব প্রধান ডা. শাকিল আহমেদ প্রথম টেস্টে করোনা নেগেটিভ হয়েছেন, অপেক্ষা এবার দ্বিতীয় টেস্টের। ২৬ মে করোনা পজিটিভ হওয়ার পর থেকে তিনি হোম আইসোলেশনে থেকে চিকিৎসাসেবা নিচ্ছেন। শুক্রবার ফৌজদারহাট বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় তার ফলাফল নেগেটিভ আসে।
ডা. শাকিল আহমেদ সুপ্রভাতকে বলেন, গতকালের প্রথম পরীক্ষায় আমার ফলাফল নেগেটিভ এসেছে। যদিও আমি এখন নিজেকে পুরোপুরি সুস্থ মনে করছি, শরীরের কোথাও কোনো সমস্যা নেই। তারপরও দ্বিতীয় পরীক্ষার জন্য অপেক্ষা করবো। আরো পাঁচদিন পর দ্বিতীয় পরীক্ষার নমুনা দিবো এবং সেখানে নেগেটিভ এলেই কাজে যোগ দিবো।
এদিকে ডা. শাকিল আহমেদ করোনা আক্রান্ত হওয়ার পর তিনদিন বন্ধ ছিল বিআইটিআইডি ল্যাব। তিনিই চট্টগ্রামে যারা করোনার নমুনা পরীক্ষা করছেন তাদের সবাইকে প্রশিক্ষণ দিয়েছেন। কিন্তু ৫৬ বছর বয়সী এই চিকিৎসক গত ২৬ মে নমুনা পরীক্ষায় নিজেই আক্রান্ত হয়ে পড়েন। তখন তিনি জ্বর ও সর্দি কাশি অনুভব করছিলেন।
এ মুহূর্তের সংবাদ