ট্রাকচাপায় নিহত ফায়ার সার্ভিস কর্মী

ফায়ার সার্ভিস কর্মী নিহত সোহাদুজ্জামান নয়ন-ছবি: সংগৃহীত

সুপ্রভাত ডেস্ক »

রাজধানীর সেগুনবাগিচায় লাগা আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার সার্ভিস কর্মী সোহাদুজ্জামান নয়ন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সোয়া ৮টায় ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সচিবালয়ের দক্ষিণ দিকে ১ নম্বর ফটকের সামনের রাস্তায় ট্রাকটি সোহাদুজ্জামান নয়নকে চাপা দেয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছিল। এ ঘটনায় ট্রাক ও ট্রাকের চালককে আটক করেছে ঘটনাস্থলে থাকা লোকজন।