নিজস্ব প্রতিনিধি, টেকনাফ »
টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সংলগ্ন দরগারছড়া এলাকা থেকে ২ কেজি ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী। যার বাজার মূল্য ১২ কোটি ৫০ লাখ টাকা।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে অভিযান চলাকালে মেরিন ড্রাইভ সংলগ্ন টেকনাফ সদর ইউনিয়নের দরগারছড়া এলাকার সাগর পাড় থেকে এক ব্যক্তিকে ব্যাগ হাতে ঝাউ বনের দিকে আসতে দেখা যায়। লোকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ডের সদস্যরা তাকে থামার সংকেত দিলে ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায় সে। পরে ব্যাগটি তল্লাশি করে ২ কেজি ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করে কোস্টগার্ডের সদস্যরা।
এব্যাপারে বাংলাদেশ কোস্টগার্ডের সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান জানান, উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ (আইস) টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

















































