সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
টানা ৪ বলে চার উইকেট! ক্রিকেটীয় পরিভাষায় আলাদা করে যার নাম দেওয়া হয়েছে ডাবল হ্যাটট্রিক। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই কীর্তিটি করে দেখালেন আয়ারল্যান্ড পেসার কার্টিস ক্যাম্ফার। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম ডাবল হ্যাটট্রিকের নজির গড়েছেন তিনি।
আবু ধাবিতে প্রথম পর্বের ‘এ’ গ্রুপের খেলায় শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। কিন্তু আইরিশ বোলিংয়ে শুরুতেই তারা কোণঠাসা হয়ে পড়ে। সবচেয়ে বেশি ভয়ানক ছিলেন ক্যাম্ফার। দশম ওভারের দ্বিতীয় বলে পর পর ফেরান চারজনকে। ৯.২ ওভারে কলিন অ্যাকারম্যানকে গ্লাভসবন্দি করান প্রথমে। পরের বলে লেগ বিফোরে সাজঘরে পাঠান রায়ান টেন ডেসকাটকে। পরের দুই বলে স্কট এডওয়ার্ডস ও রোয়েলফ ভন ডার মারউইকে পাঠিয়ে তুলে নেন ৪ উইকেট! তার এই বোলিং নৈপুণ্যেই ৫১ রানে ৬ উইকেট হারায় নেদারল্যান্ডস।
টি-টোয়েন্টি ক্রিকেটে ডাবল হ্যাটট্রিকের নজির আছে আরও দুটি। প্রথমে ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে এটি করেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। একই বছর নিউজিল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েন লঙ্কান গ্রেট লাসিথ মালিঙ্গা।