সুপ্রভাত ক্রীড়া ডেস্ক
আবু টি-টেন লিগের ষষ্ঠ আসরে খেলতে প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এক টুইট বার্তায় ষষ্ঠ আসরে তারকা ক্রিকেটারদের প্লেয়ার ড্রাফটে নাম লেখানোর খবর জানিয়েছে টি-টেন এর টুইটার হ্যান্ডেল। সেখানে আছে তামিমের নামও। খবর ডেইলি-বাংলাদেশ’র
তামিম ছাড়াও এই তালিকায় আছেন ইংল্যান্ডের জেমস ভিন্স, জেসন রয় ও ডেভিড মালান, আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরান, এবং দক্ষিণ আফ্রিকার রেজা হেনড্রিকস। আগামী ২৬ সেপ্টেম্বর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে।২০১৭ সাল থেকে আয়োজিত হয়ে আসছে আবুধাবি টি-টেন লিগ। আসরটির আয়োজক আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। টুর্নামেন্টের প্রথম আসরেই দল পেয়েছিলেন তামিম। খেলেছিলেন পাখতুন্সের হয়ে।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে এরই মধ্যে বিদায় নিয়েছেন তামিম ইকবাল। টি-২০ বিশ্বকাপ পর্যন্ত কোন ওয়ানডে ম্যাচ না থাকায় অবসর সময় পার করছেন তিনি। বর্তমানে ফিটনেস ট্রেনিংয়ের জন্য মালয়েশিয়ায় আছেন দেশসেরা ওপেনার। টি-টেন লিগের ষষ্ঠ আসরে এবার অংশ নেবে ছয়টি দল। বাংলাদেশিদের মধ্যে সাকিব আল হাসান এবার সরাসরি আইকন হিসেবে বাংলা টাইগার্সের হয়ে খেলবেন। আগামী ২৩ নভেম্বর শুরু হয়ে প্রতিযোগিতাটি চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। সবগুলো ম্যাচের ভেন্যু আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম।