সুপ্রভাত ডেস্ক :
সারা বিশ্ব যেখানে বর্ণবাদের বিরুদ্ধে দারুণ সোচ্চার, সেখানে কলকাতার অভিনেত্রী শ্রুতি দাসকে এখনও শুনতে হচ্ছে গায়ের রঙ নিয়ে বিরূপ সব মন্তব্য। তবে এবার আর ছেড়ে কথা বলছেন না শ্রুতি। অভিযোগ করেছেন কলকাতা পুলিশের কাছে। টলিউডে তিনিই প্রথম অভিনেত্রী, যাকে বর্ণবাদ নিয়ে অভিযোগ করতে হয়েছে থানায়। ২০১৯ সাল থেকেই নানা মন্তব্যে জেরবার শ্রুতি। পশ্চিমবঙ্গের নদিয়া থেকে আসা এ অভিনেত্রীকে অনলাইনে প্রায় ‘কালিন্দি’ আর ‘ব্ল্যাকবোর্ড’ বলে ট্রল করছিল একদল। সঙ্গে থাকতো আপত্তিকর সব কথাও। ‘আমরা যেখানে কালী দেবীর পূজাও করছি, সেখানে একজন নায়িকার গায়ের রঙ কালো হওয়াটা নিয়ে মানুষের মাথাব্যথার বিষয়টি মানতে পারছি না। আমি অবাক হয়েছি, আমার জন্মস্থান কাতওয়ার এক মেয়েও ফেসবুকে এসে রেসিস্ট মন্তব্য করেছে। ঘুরেফিরে তারা বলতে চায়, গায়ের এমন রঙ হওয়া সত্ত্বেও আমি নাকি আমার সঙ্গীকে (যিনি একজন পরিচালক) হাত করে কাজ আদায় করছি।’ ‘আমার প্রথম টিভি সিরিয়াল ‘ত্রিনয়নী’র পরিচালকের সঙ্গে সম্পর্কটা পোক্ত। হেটাররা সেটা মানতে পারছে না। তারা প্রতিনিয়ত আমার চরিত্রের ওপর, আমার কাজের যোগ্যতার ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। গত দু’বছর ধরে এমনটা হচ্ছে। শেষতক আর সহ্য করা যাচ্ছিল না। তাই কলকাতা পুলিশের কাছে অভিযোগ করেছি।’ জানা গেছে, ‘দেশের মাটি’ সিরিয়ালের এ অভিনেত্রীর অভিযোগ আমলে নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।