সীতাকুণ্ড
নিজস্ব প্রতিনিধি, সীতাকুণ্ড
সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ার বিলাসী ঝরনায় ঘুরতে যেয়ে কূপের পানিতে ডুবে এ কে এম নাইমুল হাসান (২০) নামে এক পর্যটক নিহত হয়েছেন। নিহত নাইমুল হাসান পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী নাথ পাড়া এলাকার মো. আবুল কাশেমের পুত্র। নাইমুল সীতাকুণ্ডের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে।
গতকাল বুধবার সকাল ১১টায় তিনি ঝরনায় নিঁেখাজ হলে দুপুর সাড়ে ১২টায় তার মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
স্থানীয় এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে একদল পর্যটক বাঁশবাড়িয়ার বিলাসী ঝরনায় বেড়াতে আসেন। এখানে এসে ঝরনার পানিতে নেমে নিখোঁজ হন নাইমুল হাসান। বিষয়টি আগ্রাবাদ ফায়ার সার্ভিস দলকে জানালে তারা এসে ঝরনায় তল্লাশি চালিয়ে নিখোঁজের লাশ উদ্ধার করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে দুপুর ১২টার দিকে অভিযান চালাই এবং দুপুর সাড়ে ১২টায় মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

















































