জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সভায় মোশাররফ হোসেন দীপ্তি
‘রাষ্ট্রপতি জিয়া ছিলেন ক্ষণজন্ম পুরুষ, সংকট মূহূতেৃর হাল ধরার জন্য তার জন্ম। সংকট কালে তার অভাব বেশি অনুভূত হয়। তার সংক্ষিপ্ত জীবন অথচ স্বাধীনতা সংগ্রাম থেকে বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়ন সংগ্রাম সর্বত্রই শহীদ জিয়ার সফলতা দেশের মানুষ আমৃত্যু মনে রাখবে। শহীদ জিয়ার ইতিহাস বাংলাদেশের মানুষের মনিকোঠায় স্থান করে নিয়েছে।’
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নগর যুবদলের উদ্যোগে গতকাল শনিবার পাহাড়তলী থানাধীন বার কোয়ার্টার মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি এসব কথা বলেন।
এ সময় মহানগর যুবদলের সহ-সভাপতি নুর আহমেদ গুড্ডু, ফজলুল হক সুমন, পাহাড়তলী থানা যুবদলের সদস্য সচিব শওকত খান রাজু, লাল খান বাজার ওয়ার্ড যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম, উত্তর জেলা ছাত্রদল নেতা সজীব, যুবদল নেতা আবুল হাসনাত আজাদ, দস্তগীর হোসেন রিয়াদ, মো আজিম, জালাল আহমেদ বিনু, মো. অভি, নুর আলম, মো. সবুজ রহমান, মো. রনি, মো. দিদার, ছাত্রদল নেতা মামুন, আবীর, তুষার প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি